পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে পেকুয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন ও সৈয়দ নাছির উদ্দিনের নেতৃত্বে সঙ্গী ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার মো.আলীর ছেলে মাহামুদুল হাসান, একই ইউনিয়নের বামুলা পাড়ার মৃত নুরুল আলমের ছেলে মো. ওমর ফারুক ও সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার নুর মুহাম্মদের ছেলে মো. রিদুওয়ান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আসামি, গ্রেফতার, পেকুয়া
Facebook Comment