পেকুয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের পেকুয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পেকুয়া থানা পুলিশ টইটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবক কুতুবদিয়া উপজেলার রুমাইপাড়া এলাকার মৃত শের উল্লাহর ছেলে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউপির সোনাইছড়ি ছাগল খাইয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় চট্টগ্রামমুখী একটি অটো রিকসায় পুলিশ তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক যুবককেও আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।
তিনি আরো বলেন, ইয়াবাগুলো মগনামা ঘাটে হাত বদল হয়। মহেশখালীর গোরকঘাঁটা পৌরসভা এলাকার ফরহাদ নামের এক মাদক কারবারি ইয়াবাগুলো কামাল উদ্দিনকে সরবরাহ দেয়। কামাল ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে দু`জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৪/২৩) রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।