বাইশারী পুনর্বাসন পাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পুনর্বাসন পাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের সদস্যদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল (বুধবার) বিকাল ৫টায় ক্লাবের সামনে ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি মো. মানিক জানান সকল সদস্যরা মিলিত হয়ে ফান্ড গঠনের মাধ্যমে কর্মহীন মানুষের কথা চিন্তা করে ৩০ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, পিয়াজ, আলু ও লবণ প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন রাবার বাগান ব্যবস্থাপক মো. জাফর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি তাহের মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহির সহ ক্লাবের সদস্যবৃন্দরা।