বাধা পেরিয়ে সাফল্য ছোঁয়া দুই তরুণকে গ্রামবাসীর সংবর্ধনা

fec-image

প্রান্তিক জনপদ, অনেক কিছুই নেই। এই নেই’কে অনুষঙ্গ করে বেড়ে ওঠা দুই তরুণ স্ব-যোগ্যতায় পেয়েছেন সাফল্য ছোঁয়া।

উখিয়ার উপকূলীয় গ্রাম ইনানীর শফিরবিল গ্রামবাসীদের গর্বের শেষ নেই ভূমিপুত্রদ্বয়ের সফলতায়, আর সেই উচ্ছ্বাসে দেওয়া হয়েছে সংবর্ধনা। এদের একজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে, আরেকজন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে কর্মরত।

‘সোসাইটি ফর এডুকেশন ডেভেলাপমেন্ট’ নামে একটি সংগঠনের উদ্যোগে রবিবার (১৫ ডিসেম্বর) ইনানীর সিএমপির হলরুমে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে সিপাহী পদে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম। রেজাউলের পিতা মো. মুফিদুল আলম পরিবার নিয়ে গ্রামের বাড়িতেই থাকেন।

দেশও দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রেজাউল তাঁর বক্তব্যে বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো সামরিক বাহিনীতে চাকরী করার, অবশেষে বিজিবিই তাঁর স্বপ্ন পূরণ করেছে, তাই তাঁর সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজাউল।

অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসি’তে সিনিয়র অফিসার (আইটি) পদে নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম শারেক, তাঁকেও দেওয়া হয় সংবর্ধনা।

ইনানীর মো. শফিরবিল এলাকার ডা. আজিজুল ইসলামের ছেলে শারেক, তাঁর পিতাও একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, মো. শফি ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনিও এলাকার শিক্ষাবিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

সংবর্ধিত হয়ে শারেক অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তাঁর নিজ এলাকার শিক্ষা বিস্তারে পিতার মতো ভূমিকা রাখবেন তিনিও, তাছাড়া কর্মজীবনে সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

কামরুল ইসলাম শারেক এর আগে ঢাকার মেট্রোরেলের কাস্টমার রিলেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ইনানীর মো. শফিরবিল এলাকাটি এক সময় ছিলো প্রত্যন্ত গ্রাম, বিদ্যুৎ, যাতায়াত এবং শিক্ষা কোনটির ছোঁয়া পায়নি এ গ্রামের মানুষ, যদিওবা এখন মেরিনড্রাইভের বদৌলতে কিছুটা পাল্টেছে গ্রামের এ চিত্র।

এলাকাটিতে শিক্ষাবিস্তারের ভূমিকা রাখছেন একদল শিক্ষিত তরুণ, তাঁরাই ‘সোসাইটি ফর এডুকেশন ডেভেলাপমেন্ট’ নামে একটি সংগঠন করে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে সচেতন করছে, উচ্চশিক্ষা গ্রহণের পরামর্শসহ নানাভাবে ভূমিকা রাখছে, তাঁদের মধ্যে এরফানুল করিম, মোবারক আলী, মো. জসিম, রেজাউল করিম, প্রবাসী কামাল হোসাইনসহ আরো অনেকেই।

রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, মাস্টার আব্দুল করিম, পুলিশ কর্মকর্তা মো. হাসান আলী, কক্সবাজার জজ আদালতের সহকারী পিপি এডভোকেট কলিম উল্লাহ মামুন, এনসিসি ব্যাংকের কর্মকর্তা হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ডা.আজিজুল ইসলাম, মাওলানা হাসান ও আরণ্যক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হাফিজুর রহমানসহ আরো অনেকেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন