বান্দরবানে চিকিৎসকদের সাথে মতবিনিময় করলেন জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব

fec-image

বান্দরবানে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন নভেল করোনাভাইরাস কার্যক্রমের উদ্ভূত পরিস্থিতি সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হােসেন।

শুক্রবার (১০জুলাই) সকালে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি জেলায় কোভিড কার্যক্রমে নিযুক্ত চিকিৎসকদের সাথে মুক্ত আলোচনা করেন এবং তাদের পেশাগত মতামত নেওয়া ছাড়াও জেলার সার্বিক কোভিড অবস্থা, সমস্যা-সম্ভাব্য ও সমাধানে সরকারের নানামুখী উদ্যেগের কথা তুলে ধরেন।

এর আগে সভার শুরুতে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মং টি ঞো জেলার কোভিড ব্যবস্থাপনা, রিপোর্ট ইত্যাদি সংক্রান্ত সার্বিক পরিস্থিতি তুলে ধরেন৷।

পরে মুক্ত আলোচনায় আবাসিক মেডিক্যাল অফিসার, কোভিড ইউনিট ইনচার্জ, এম.ও-সি.এস, অন্যান্য এম.ও বৃন্দ তাদের কোভিড অভিজ্ঞতা ও মতামত গুরুত্ব সহকারে শুনেন প্রধান অতিথি।

সভায় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম স্বাস্থ্য বিভাগের প্রশংসা করে আগামী দিনগুলোতে কোভিড ব্যবস্থাপনায় মুক্ত আলোচনা কাজে আসবে বলে মনে করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে, মতবিনিময়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন