বান্দরবানে জেলা সাহিত্য মেলার উদ্বোধন
পার্বত্য বান্দরবান শহরে জ্ঞান লাভের পরিধি বাড়াতে সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ। অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. আসাদুজ্জমান, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রমুখ ।
এছাড়া অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাহিত্য হল জাতির দর্পণ স্বরুপ। সাহিত্য চর্চাকে প্রসার করতে বাংলা একাডেমি জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন করছে। এই সাহিত্য চর্চাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বাংলা একাডেমি কাজ করছে । তাই ছাত্র-ছাত্রীদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।
উল্লেখ্য, ১২ টি স্টল নিয়ে এই প্রথম বান্দরবান শহরে সাহিত্য মেলার আয়োজন করা হয়। এই ধারা যেন প্রতি বছর অব্যাহত থাকে সেজন্য সকল সচেতন মহল কে এ ধরনের মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।