বান্দরবানে ঝুকিপূর্ণ ভবন সিলগালা
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পৌর প্রশাসন ঝুকি পূর্ণ একটি তিনতলা ভবন সিলগালা করে দিয়েছে। আরও পাঁচটি ভবন ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পৌর প্রশাসক। আজ মঙ্গলবার শহরের বাজার এলাকায় বনিক সমিতির তিনতলা ভবনটি পৌর-সচিব শহিদুল্লাহ দুপুরে সিলগালা করেদেয়। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংশৈখয় উপস্থিত ছিলেন।
সিলগালা করার আগে বসবাসরত লোকজনকে সরিয়ে দেওয়া হয়। সময় বণিক সমিতির কোন প্রতিনিধি ছিলেননা। পৌর মেয়র জাবেদ রেজা জানান, ঝুকি পূর্ণ ভবনের মালিক বণিক সমিতির সভাপতিকে এক সপ্তাহের মদ্যে ভবনাটি ভেঙ্গে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথ্যায় পৌরসভা জনস্বার্থে নিজ উদ্দ্যেগে ঝুকি পূর্ণ ভবটি ভেঙ্গে ফেলবে। এছাড়া পৌর এলাকায় আরও পাঁচটি ঝুকি পূর্ণ ভবন চিহ্নিত করেছে।
ঝুকিপূর্ণ ভবনের মালিকদেরকে এক সপ্তাহের মধ্যে পৌরসভায় নকশা প্রেরনের নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত ঝুকি পূর্ণ ভবন গুলিহল ৮নং ওয়ার্ডের বজেন্দ্র বিহারী বড়ুয়া, ৪নং ওয়ার্ডের অপরাজিতা ভবন, কে.বি রোডে ৯নং ওয়ার্ডে ইকবাল করিম চৌধুরী বিল্ডিং, আর্মি পাড়া ৭নং ওয়ার্ডের বশরত আলীর বিল্ডিং, মেম্বার পাড়া ৮নং ওয়ার্ডের মাহবুবর রহমানের বিল্ডিং।