বান্দরবানে বাঙালি মহিলা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে উপজাতি সন্ত্রাসী কর্তৃক এক বাঙালি মহিলা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকালে লামা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানান, বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে উপজাতি সন্ত্রাসী কর্তৃক এক বাঙালি মহিলা ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রাতে সন্ত্রাসীরা ঐ মহিলার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিলাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার সভাপতি মো. বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে এ ঘটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন এর পরে বাঙালি ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করলে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।