বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2023/01/IMG-20230116-WA0055-copy.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচি ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কমানোর দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।