অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে

খাগড়াছড়িতে বিএনপির ঘরে ঘরে লিফলেট বিতরণ

fec-image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে শহরের পর এখন গ্রামে, বাড়ি-ঘরে লিফলেট বিতরণ শুরু করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে জেলা মহিলা দল খাগড়াছড়ি শহরের মাস্টার পাড়ায়, জেলা স্বেচ্ছাসেবক দল মিলনপুর এলাকায়, জেলা ছাত্রদল কল্যাণপুর ও জামতলী এলাকায়, সদর উপজেলা বিএনপি ভূয়াছড়ি, ভাইবোনছড়া, দাতকুপ্পা এলাকায় ও খাগড়াছড়ি পৌর বিএনপি ইসলামপুর ও শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণ করেন।

এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিএনপি, লিফলেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন