অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে

খাগড়াছড়িতে মহিলা দলের লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

fec-image

খাগড়াছড়িতে মহিলা দলের লিফলেট বিতরণ ও গণসংযোগে কয়েকজন যুবকের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতাকর্মীরা ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জেলা শহরের আনন্দনগর এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে কয়েকজন যুবক তাদের বাধা ও হুমকি দেয় বলে অভিযোগ করেন মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা পাল্টা প্রতিবাদ জানালে ঐ যুবকরা সরে যায়।

একই দিন পেরাছড়া, গাছবান ও গিরিফুল জেলা যুবদলের নেতা-কর্মীরা, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলকায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ও কমলছড়ি ইউনিয়নে লিফলেট বিতরণ করে।

এছাড়াও মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়সহ বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন