মহাজোট সরকারকে খুনি বললেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে খুনি বললেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এই সরকার প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। বিডিআর হত্যাকাণ্ডের রক্ত দিয়ে এই সরকারে শুরু। আর রক্ত হাতে নিয়েই তারা বিদায় নেবে। তাই যত তাড়াতাড়ি তাদের বিদায় হবে, তত প্রাণ বাঁচবে।
মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল এই জনসভার আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন বলেন, প্রত্যেক বছর মে দিবস পালন করা হয়। তবে এবছর এমন এক পরিস্থিতিতে মে দিবস পালিত হচ্ছে যখন পোশাক শ্রমিকদের লাশের মিছিল আর তাদের স্বজনদের আর্তনাদ।
এ সময় সাভারে ‘রানা প্লাজা’ ধসে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করে বলেন, শ্রমিকরা চাকরি হারাচ্ছে। কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ গ্যাস-বিদ্যুত দিতে পারছে না। অন্যদিকে, তাদের দলের চাঁদাবাজির কারণে মালিকরা কারখানা খুলতে পারছেন না।
বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে খালেদা জিয়া বক্তব্য শুরু করেন। এর আগে পৌনে ৪টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান।