মহানবীর অবমাননায় কুতুবদিয়ায় দিনভর প্রতিবাদ মিছিল
হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে কুতুবদিয়ায় বিভিন্ন ব্যানারের উদ্যোগে দিনভর খন্ড খন্ড বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) বাদ জোহর বড়ঘোপ অমজাখালী এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বেড়িবাঁধ হয়ে কয়েক কিলোমিটার হেঁটে উপজেলা সদরে উপজেলা গেইট, হাসপাতাল গেইট ও কলেজ গেইট ঘুরে বাজারে ডাকবাংলো মাঠে সমাবেশ করে। এসময় মাওলানা কামাল হোসেন, হাফেজ শফিউল আলম নুরী, অমজাখালীর সমাজ সেবক আবুল কালাম, মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিকালে আলী আকবর ডেইল ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। ভারতের নুপুর শর্মার বেয়াদবির প্রতিবাদে তারা বিভিন্ন শ্লোগান দিতে দিতে উপজেলা সদরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রান্তরে প্রতিদিন বিক্ষোভ মিছিল করছে মুছুল্লিরা।