মাটিরাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান, অনুদান প্রদান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা সদর ৬নং ওয়ার্ডস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)।
সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার সময় পূজামণ্ডপ পরিদর্শন এসে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে ১০ হাজার করে প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মাটিরাঙ্গা উপজেলাধীন ৭টি পূজা মণ্ডপে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপজেলার ৭টি পূজা মণ্ডপের পক্ষ থেকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার শাহা এ অনুদানের টাকা গ্রহণ করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাটিরাঙ্গা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীসহ পূজা উদযাপন কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।