মানিকছড়িতে ‘করোনা’ আক্রান্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ
মানিকছড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ‘করোনা’ শনাক্ত পুলিশ, ব্যাংকার ও চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ জুন} বিকালে হাসপাতালের আইসোলেশন ও মডেল স্কুল ছাত্রাবাসে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে থাকা ‘করোনা’ শনাক্তদের মাঝে উপহার সামগ্রী হিসেবে উন্নত ও স্বাস্থ্যসম্মসত খাবার প্যাকেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
প্রতিটি প্যাকেটের উপর লেখা‘ ‘মনোবল হারাবেন না, উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে’। এসব উপহার সামগ্রী পেয়ে খুশি আক্রান্ত পুলিশ সদস্য,ব্যাংকার, চিকিৎসক ও অন্যান্যরা।
‘মনোবল হারাবেন না, উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে’ এমন শ্লোগান সম্বলিত উপহার সামগ্রীর প্যাকেট ‘করোনা’আক্রান্তদের মাঝে পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
মানিকছড়িতে সম্প্রতি দু’দফায় ১৩ জনের দেহে প্রাণঘাতি ‘করোনা’ শনাক্ত হওয়া পুলিশ, ব্যাংকার, চিকিৎসকসহ অন্যান্যরা আইসোলেশন এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছে। ফলে আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছে উপজেলা প্রশাসন।