মানিকছড়িতে মোবাইল ফোন কোম্পানীর চার টেকনিশিয়ানকে অপহরণ
মানিকছড়ি প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় রবি টাওয়ারের কাজে নিয়োজিত ৪ জন টেকনিশিয়ানকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ছদুরখীল এলাকা থেকে পাহাড়ী সন্ত্রাসীরা মো. হারুন, গিয়াস উদ্দিন, শরিফুল ইসলাম ও মিজানুর রহমান নামে ৪ জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসীরা রবি টাওয়ারে কাজে নিয়োজিত কর্মচারীদের নিকট চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেওয়ায় চাঁদাবাজরা কয়েকবার টাওয়ারের লাইন বিছিন্ন করে দেয়, লাইন বিছিন্ন করে দেওয়ায় আজ টেকনিশিয়ানরা কাজ করতে আসলে তাদেরক অপহরণ করে সন্ত্রাসীরা।
রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে পুলিশসহ যৌথবাহিনী।
Facebook Comment