মানিকছড়িতে শিক্ষক দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা
২৭ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীর নেতৃত্বে সকল শিক্ষকগণের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে সেটি গিরিমৈত্রী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলেজ শিক্ষক মো. মনির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মংচাইঞো মারমা, সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার নাথ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম.কে.আজাদ, তিনটহরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, বড়ডলু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ প্রমুখ।