যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করলেন থানচিবাসী


থানচি উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে থানচিবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রথম প্রহরে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি পক্ষে ভাষা শহীদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যাণের মধ্যে যথাক্রমে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করেন, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, অফিসার ইনচার্জ জোবাইরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলিচিং মারমা, উপজেলা বিএনপি’র সভাপতি কামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক রেমবো ত্রিপুরা, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, কৃষি সম্প্রসারন বিভাগের কর্মকর্তা নুরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারী, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে পুস্পমাল্য অর্পনে শেষে সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরনার অবিরাম উৎসব। এ চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সংঙ্গে নিবিড় যোগ সূত্র স্থাপন করতে হবে।