রাঙামাটিতে করোনা আক্রান্ত ১০৫, মৃত্যু ২

fec-image

রাঙামাটিতে সর্বশেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে সর্বমোট কোয়ারেন্টিনে আছে ৩১০৪ জন। এরমধ্যে- প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১০৯১ এবং হোম কোয়ারেন্টিনে ছিলো ২০১৩জন। ২৯০৯জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছে ১৯৫জন।

সর্বশেষ নমুনা পাঠানো হয়েছে ১৫৯৭জনের। রিপোর্ট পাওয়া গেছে ১৩২৩জনের। কোভিট-১৯ পজেটিভ পাওয়া গেছে ১০৫জনের এবং রিপোর্ট পাওয়া বাকি আছে ২৭৪জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটিতে ২জন মারা গেছেন বলে সূত্রটি জানা নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনভাইরাস, কোয়ারেন্টিন:, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন