রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন
সারাদেশের ন্যায় রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্য্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করছে। রোববার (৯ অক্টোবর) থেকে এই উৎসবে মাসব্যাপী কঠিন চীবর দান (ভিক্ষুদের গেরুয়া রংয়ের বস্ত্র প্রদান অনুষ্ঠান) শুরু হবে।
এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহার দিনের শুরুতে সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। পরে বুদ্ধ মূর্তি দান ও সংঘদানসহ বিভিন্ন দানের মধ্যদিয়ে প্রবারণা উৎসব পালন করে।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের্র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় আকাশে ফানুস বাতি উত্তোলনের মধ্যদিয়ে প্রবারণা উৎসব পালন করা হয়।