রাঙামাটিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন কাপ্তাইয়ের রিজা মনি
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন কাপ্তাই উপজেলার নারী উদ্যোক্তা রিজা মনি। তিনি ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।
রিজা মনি তার নিজস্ব উদ্যোগে কেক, মিষ্টি ও বিভিন্ন খাবার তৈরি করে কাপ্তাইয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ফেসবুক পেজের মাধ্যমে তার খাবার দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতাদের কাছে পৌঁছে যায়, যার ফলে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
একদিকে সফল উদ্যোক্তা হয়ে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে আরও অনেক নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করার জন্য কাজ করছেন।
এ ব্যাপারে রিজা মনি বলেন, “এই অর্জনে আমার স্বামী সৈয়দ মো. জাহেদুল ইসলাম (সাবেক ইউপি সদস্য) ও পরিবারের সহযোগিতা আমার জন্য অবিস্মরণীয়। তার অনুপ্রেরণায় আমি আজ সফল উদ্যোক্তা। ভবিষ্যতে আরো বেশি নারীকে প্রেরণা দেওয়ার লক্ষ্যে কাজ করব।”
এসময় তার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রিজা মনি।