রাঙামাটি শহরে প্রস্তুত ২৯ আশ্রয়কেন্দ্র


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি জেলা প্রশাসন জরুরী সভা করেছে। রোববার (০৬ জুন) সকালে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক (ডিসি মোহাম্মদ মিজানুর রহমান।
ডিসি সভাপতির বক্তব্যে বলেন, রাঙামাটিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে রাঙামাটি শহরে ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী এসব মানুষকে সরিয়ে আনতে ২৯টি আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।
ডিসি আরও বলেন, আমাদের সজাগ থাকতে হবে। হতে হবে সচেতন। তাহলে ক্ষয়-ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব। এসময় তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানান।
সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা অংশ নেন।