রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া: খাগড়াছড়িতে ছাত্রদল


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্ততি নিতে হবে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা, উপজেলা ও পৌর কমিটির ইউনিটের নেতৃবৃন্দের সথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থার বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া।প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কে এম এস মুসাব্বির সাফি।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, সহ-সম্পাদক মাইন উদ্দিন নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি কংচারী মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ।