রামুতে কবি আমজাদ হোসেনের কাব্যগ্রন্থ ‘হৃদয়’ এর মোড়ক উন্মোচন

fec-image

কক্সবাজারের রামুতে কবি আমজাদ হোসেন এর কাব্যগ্রন্থ ‘হৃদয়’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাতে রামু জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় বইটির মোড়ক উন্মোচন করেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন ও চট্টগ্রামম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

কবি আমজাদ হোসেন রামুর জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতা পেশায় জড়িত থাকলেও তিনি নিয়মিত কবিতা লিখেন। আমজাদ হোসেনের জন্ম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে। বাবা সুলতান আহমেদ শিক্ষকতায় পেশায় ঈদগড়ের দূর্গম অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছেন।

‘আবেগে রক্তক্ষরণ নয়, কোন গোপন হাসি নয়, অখন্ড অবসরে অনুভব দিও, বিশ্বাস দিও, শুধুই বিশ্বাস দিও।’ আমাকে বিকল্প কোনো এক ধরিত্রী দাও যেখানে চিরহরিৎ স্বর্গ আছে। এমন বাক্য চয়নে কবির মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন কবি আমজাদ হোসেন।

‘হৃদয়’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তিনি চৈত্রের উত্তাপকে হৃদয়ের উষ্ণতায় ভাসিয়ে তাঁর কাব্যের বারতা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তাঁর কবিতা মৌলিক চিন্তা-ভাবনার স্বাক্ষর বহন করে । ‘হৃদয়’ কাব্যগ্রন্থের কবিতা আহরিত উপলব্ধির ভেতর দিয়ে একজন কবি তাঁর হৃদয়ের গুপ্ত ভালোবাসা এবং নিজের আত্মবিশ্বাসকে নিঃসংকোচে বলতে চেয়েছেন।

নবম শ্রেণিতে পড়ার সময়ে শুধু শুরু হয় আমজাদ হোসেনের লেখার হাতেকড়ি। প্রচার বিমুখতায় সুদীর্ঘ হয়নি লেখার পথ। যাপিত জীবনে মানুষের অপকৌশল, প্রতিহিংসা, মায়া ও বহুমুখিতা তাঁকে গভীরভাবে আহত করে। বেদনাহত এ উপলব্ধি কবিতার পরতে পরতে। হৃদয়বান ও হৃদয়হীনতাকে রূপ-রসে চিত্রিত করেছেন। তাঁর কবিতা পাঠকের মনোজগতে আলোড়ন সৃষ্টি করবে। পাঠকের বোধকে জাগ্রত করবে। পাঠক ‘হৃদয়’ কাব্যগ্রন্থে আনন্দ ও হৃদয়ের বিত্রিত কথন অবগাহন করবে। তাঁর কবিতায় পরিচিত শব্দ কাব্যময় হয়ে ইতিবাচক চিন্তার ইঙ্গিত বহন করেছে। কবি আমজাদ হোসেন-এর শব্দ বিন্যাস, নিজস্ব বিশ্লেষণ, উৎকৃষ্ট উপমা পাঠকের কাছে সমাদৃত হবে।

কাব্যগ্রন্থ ‘হৃদয়’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছড়াকার মো. নাছির উদ্দিন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএম নুরুচ্ছাফা, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক সিকদার, পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মীর কাশেম, জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি কবি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছড়াকার সোয়েব সাঈদ, আওয়ামী লীগ নেতা মীর মো. আবুল কালাম আজাদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আবছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল হক, মীর মোশারফ হোসাইন সিকদার, সৈয়দ আলম, শাহজাহান মিয়া, মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি বোরহান উদ্দিন, মো. নুরুল হুদা, সাজেদা বেগম প্রমুখ।

‘হৃদয়’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান তৃতীয় চোখ। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন প্রকাশক আলী প্রয়াস। বইটিতে ৪৭টি কবিতা স্থান পেয়েছে। বইটির মূল্য ২৫০ টাকা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন