রাশিয়ায় সহপাঠীকে গুলি করে শিক্ষার্থীর আত্মহত্যা
রাশিয়ার ব্রায়ানস্ক শহরের একটি স্কুলে সহপাঠীকে গুলি করে আত্মহত্যা করেছে এক শিক্ষর্থী।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এই ঘটনায় গুলি চালিয়ে পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেছে সেই শিক্ষার্থী। বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্রায়ানস্ক শহরের একটি স্কুলে বন্দুক নিয়ে আক্রমণ করে এক নারী শিক্ষার্থী। সেই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তার কিছুক্ষণ পরেই আত্মহত্যা করেছে ওই আক্রমণকারী। আহতদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, স্কুলে একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে আসে ১৪ বছর বয়সী ছাত্রী। যেখান থেকে সে তার সহপাঠীদের দিকে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, কেনো এমন ঘটনা ঘটলো তার কারণ উদ্ঘাটন করার জন্য তদন্ত করা হচ্ছে। আপাতত এর বেশি কিছু জানা যায়নি।