রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে আগ্রহী সরকার
বাংলাদেশ আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার বিষয়ে আগ্রহী সরকার। প্রথমে অল্প হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চাই সরকার। এজন্য মিয়ানমারকে অনুরোধও করা হয়েছে। সম্প্রতি উগান্ডার রাজধানী কাম্পালায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের মধ্যে বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাম্পালা থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং অনুরোধ করেছি অত্যন্ত শুরু করার জন্য।’
মিয়ানমার বিষয়টি গভীরভাবে দেখছে বলে আমাকে জানিয়েছেন এবং তাদের কথাবার্তায় যেটি মনে হয়েছে শুরু করার বিষয়ে তাদের মধ্যে আগ্রহ আছে বলে তিনি জানান।
মিয়ানমার থেকে মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ’এটির সঙ্গে মিয়ানমারের বিভিন্ন গ্রুপ যুক্ত, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তিনিও স্বীকার করেছেন মিয়ানমারের বিভিন্ন বিবদমান গ্রুপগুলো একে অপরের সঙ্গে বিবাদ করলেও মাদক চোরাচালানের বিষয়ে একসঙ্গে কাজ করে। আবার একইসঙ্গে তাদের সংঘাতের এটিও একটি বড় বিষয়। এটি কীভাবে মোকাবিলা করতে পারি, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’