লংগদুতে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র উদ্যোগে দেশে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুনীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) উপজেলার মাইনিমুখ বাজারস্থ ইউপি কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচির সাথে ইফতার ও দোয়া মাহফিল করা হয়।
উপজেলা বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সমর্থকগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও দলের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাইনীমুখ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সাদুর রশিদ ।
লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।
বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সওদাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক মো. জানে আলম প্রমুখ।