লংগদুতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে ক্রীড়া দপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় স্কুল শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদ ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ জুন) লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সাঁতার প্রশিক্ষক উছমান গণি এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ ও জার্সি বিতরণ করেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের (অতি. দায়িত্ব) অফিসার মো. আফাজ উদ্দিন।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিগন ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব পুকুরে মাসব্যাপী সাঁতার শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত ২০ জন ছাত্র এই সাঁতার প্রশিক্ষণে অংশ গ্রহন করে।