লংগদুর কাচালং নদীতে শিশুর ভাসমান লাশ উদ্ধার
রাঙামাটি সংবাদদাতা:
রোববার সকালে রাঙামাটির লংগদু উপজেলার কাচালং নদীতে ভাসমান আবস্থায় ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
উপজেলার জারুলবাগান এলাকায় এলাকাবাসীরা নদীতে একটি শিশুর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা লাশটিকে নদী থেকে তুলে কিনারে নিয়ে আসেন। মৃত শিশুটির বয়স ২বছরের কাছাকাছি বলে ধারণা করছেন এলাকাবাসি। শিশুটির পরনে একটি গোল গলা কার্টুন ছবি মার্কা হলুদ রংয়ের গেঞ্জি রয়েছে। তবে কোন নাম ঠিকানা জানা যায়নি।
এলাকাবাসী মো. নাছির উদ্দিন জানান, ‘সকালে কাচালং নদীতে স্রোতে শিশুর লাশ ভাসতে দেখি’।
পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা, এলাকাবাসীরা মৃত শিশুটিকে উদ্ধার করে নদীর পাড়ে রেখেছে।
লংগদু থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল হক জানান, এলাকাবাসীরা নদীতে ভাসমান অবস্থায় একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে ।
মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার থানায় খবর দিলে বিকালে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।