লক্ষীছড়ি জোন কর্তৃক ঈদ উপহার বিতরণ


খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ১শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) লক্ষীছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ১শ পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, গুড়াদুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার তুলে দেন।
এ সময় জোন কমান্ডার বলেন, আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে জোনের পক্ষ থেকে ক্ষুদ্র এই উপহার। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় জোনের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। লক্ষীছড়ি জোনের এমন মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ঘটনাপ্রবাহ: উপহার, জোন, বিতরণ
Facebook Comment