লামায় গাছ চাপায় এক কাঠুরিয়ার মৃত্যু
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামায় গাছের চাপা পড়ে শফি আলম নামের এক কাঠুরিয়ার করুণ মৃত্যু হয়েছে। তিনি মেরাখোলা মুসলিম পাড়ার আবুল হোসেনের ছেলে। গতকাল শনিবার বিকালে সদর ইউনিয়নের চিউনি এলাকার দুর্গম পাহাড় থেকে গাছ কেটে কাঁদে বহন করে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে শফি আলম সঙ্গীয় কাঠুরিয়ার সাথে পাহাড়ে গাছ কাটতে যান। বিকালে তিনি কাটা গাছ কাঁধে বহন করে ফিরছিলেন। এ সময় পা পিছলে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। সঙ্গীয় কাঠুরিয়াগণ আহত শফি আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Facebook Comment