স্বাস্থ্য সেবা ও নিরাপদ পানির দাবীতে বান্দরবানে সংবাদ সম্মেলন

Bandarban Shagbad

জহির রায়হান:
বান্দরবানে স্বাস্থ্য সেবা ও নিরাপদ পানির দাবীতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজের নেতারা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের জনতার ব্যানারে সদর হাসপাতাল এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের শহর পানি সরবরাহ প্রকল্প থেকে নাগরিকরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছে না দাবী করে এ সংবাদ সম্মেলন করেন নেতারা। এছাড়াও সংবাদ সম্মেলনে তারা জনস্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে সাড়ে ৩কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগও তুলেন। পুলিশ প্রশাসনের পক্ষে এসব অনিয়মের বিরুদ্ধে মানববন্ধনের করার অনুমতি না দেওয়া অভিযোগ করেন তারা। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক সমাজের নেতা সেলিম রেজা। এসময় অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, মংব্রাচিং মারমা, জাহাঙ্গীর আলম, সাংবাদিক বাদশা মিয়া মাস্টার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, নূরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসক ও ওষুধ সংকটের কারণে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অযোগ্য জেলা সিভিল সার্জনের অব্যবস্থাপনায় সদর হাসপাতালে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। স্থানীয় রোগীরা বাধ্য হয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। এতে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে চরম অনিয়ম-দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে শহরের বাসিন্দারা ঠিকমতো পানি পাচ্ছেন না। পানি সংকটের কারণে জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ না করে অর্থের বিনিময়ে বিভিন্ন আবাসিক হোটেল-রেষ্টুরেন্টগুলোতে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে। তারা বলেন, এসব অনিয়ম-দূর্নীতি নিয়ে বান্দরবানের নাগরিক সমাজ মানববন্ধন কর্মসূচী পালনের অনুমতি চাইলে পুলিশ প্রশাসন জামায়াত-শিবির এবং হেফজাত ইসলামের নাশকতার সৃষ্টির পয়তারা করছে বলে উল্টো অভিযোগ তোলা হয়েছে। এই অজুহাতে দেখিয়ে  সচেতন নাগরিকদের স্বাস্থ্য সেবা ও নিরাপদ পানির দাবীতে ডাকা মানববন্ধন কর্মসূচী পালন করতে অনুমতি না দেয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন বক্তারা। সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, অবিলম্বে বান্দরবান সদর হাসপাতালের সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি এবং শহরে পানির সমস্যার সমাধান করা না হলে অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন নেতারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন