সাজেকে শিশু শিক্ষার্থীদের মাঝে “নীট ফর সোসাইটি”র খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম এলাকায় শিশুশিক্ষার্থীদের মাঝে নীট ফর সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) সাজেকের ব্রীজ পাড়া ও কেজিং পাড়া এলাকায় “নীট ফর লাইফ সোসাইটির অর্থায়নে আগামীর পাঠশালার ৮৪ জন শিশু শিক্ষার্থীর মাঝে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে শিশুদের মাঝে ৭কেজি চাউল, ৩কেজি আলু, ১কেজি লবণ, ১কেজি তেল ও ২টি সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটির এক্সিকিউটিভ ডাইরেক্টর কৃষ্ণা পালিত, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ
Facebook Comment