সাজেকে ৫৪ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
রাঙামাটির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) উদ্যোগে গরীব দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল টিম কর্তৃক বাঘাইহাট এলাকার গরীব ও অসুস্থ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: বাঘাইহাট, বিজিবি, বিনামূল্যে চিকিৎসা
Facebook Comment