সিরিয়ায় আবাসিক ভবন ধসে নিহত ১৩

fec-image

সিরিয়া আলেপ্পো শহরে একটি আবাসিক ভবন ধসে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা আছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। রবিবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, শেখ মাকসুদ জেলার পাঁচতলা ভবনটি দুর্বল ভিত্তির কারণে ধসে পড়েছে।

গত কয়েক বছরে আলেপ্পোর বেশ কয়েকটি ভবনধসে পড়েছে। কারণ হিসেবে জানা গেছে, সিরিয়ায় মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলায় বেশিরভাগ আবাসিক ভবন দুর্বল হয়ে পড়েছে। এসব ভবনে থাকা বেশ ঝুঁকি হয়ে পড়েছে।

দেশটিতে জনগণের ভোগান্তি এবং পুনর্গঠনের কাজ ধীরগতির কারণ হিসেবে যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।

সিরিয়া দীর্ঘ দিনের গৃহযুদ্ধের ফলে ধ্বংস্তূপে বেশিরভাগ শহর। সিরিয়াকে পুনর্গঠনে দরকার বিপুল অর্থ। যা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পক্ষে দ্রুত মেরামত করা অসম্ভব।

সূত্র: রয়টার্স

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ভবন ধস, সিরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন