সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই ) সকাল ১১ ঘটিকার সময় সিন্ধুকছড়ি জোন সদরের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সহসভাপতি মোক্তাদের হোসেন, সাংবাদিক ও ইউপি সদস্য দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি কে সিন্দুকছড়ি জোনের নতুন জোন অধিনায়ক হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন।