সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি বলেন, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বত্র কাজ করছে। চাঁদাবাজি, ইয়াবা ব্যবসায়ী, পাহাড় কেটে মাটি বিক্রিকারীদের কোন রকম ছাড় নয়।
মঙ্গলবার ( ২১ মার্চ ) সকালে খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলন, সিন্ধুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আত্ম-মানবিকতায় উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মন্দিরে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান ও বই বিতরণ করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক।
মতবিনিময় সভায় বক্তারা সামাজিক বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় আলোচনা করেন।
এ সময় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব কর, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।