সৌদি আরবে করোনায় ঈদগাঁও’র আরেক প্রবাসীর মৃত্যু

fec-image

সৌদি আরবের মক্কা নগরীতে করোনায় মৃত্যুবরণ করেছেন ফোরকান আহমদ (৩৬)। সে ঈদগাঁওস্থ ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা গ্রামের লাল মোহাম্মদের ছোট ছেলে।

রোববার (৩ মে) দুপুরে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সহকর্মীরা।

জসিম উদ্দিন নামের মৃতের এক সহকর্মী জানান, রমজানের পূর্বে ফোরকানের শরীরে করোনা উপসর্গের মতো লক্ষণ দেখা দিলে তাকে মক্কাস্থ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা দেখে শুনে করোনা হয়নি জানিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়।প্রদত্ত ঔষধ সেবন করে কিছুটা সুস্থ হয়ের উঠেন তিনি।

পরে হঠাৎ আবার অসুস্থ হলে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং পরিক্ষায় করোনাক্রান্ত বলে প্রমাণিত হয়। সে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

রোববার দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় এ তরতাজা যুবক করোনার কাছে হেরে যায় বলে জানান তার অপর নিকটজন সৈয়দ নুর।

এ প্রবাসী যুবকের মৃত্যু সংবাদ তার সহকর্মী ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহুর্তে তা দেশের মৃতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি প্রবাসে বিশেষ করে সৌদি আরবে প্রতিদিন বৃহত্তর ঈদগাঁও’র কোন না কোন এলাকার প্রবাসী হয়ত করোনা, নয়ত অন্য রোগে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এতে করে দেশ বিদেশে স্বজনরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, করোনাভাইরাস, প্রবাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন