স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মহালছড়ি সেনা জোনের মতবিনিময় সভা
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোন কর্তৃক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নবাগত জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি এর সভাপতিত্বে মহালছড়ি জোন সদরে পরিচিতিমূলক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমিন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ধনিস্টা চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জোন অধিনায়ক তার সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতিমূলক বক্তব্য শেষে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। অতঃপর সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে জোনের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আশ্বস্ত করেন।
প্রতিত্তোরে সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহালছড়ি জোনে শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।