স্বাধীনতার পঞ্চাশ উদযাপনে বাইক চালিয়ে বান্দরবানে ৫০ রাইডার

fec-image

স্বাধীনতার পঞ্চাশ উদযাপনে ঢাকা থেকে বাইক চালিয়ে বান্দরবানে পৌঁছেছে ৫০ রাইডার।

শুক্রবার(২৯ জানুয়ারি) সকাল দশটায় ‘স্বাধীনতার পঞ্চাশে, পাহাড়ে শীতার্তদের পাশে’ শীর্ষক শ্লোগানে বান্দরবান জেলায় পাহাড়ে এসেছে সিআরবিজেডবিডি নামে এই বাইকার গ্রুপ। সেখান থেকে তারা বাইক চালিয়ে থানচি উপজেলায় যান।

আগামী চারদিন থানচি এবং রেমাক্রিতে অবস্থান করে সামাজিক সংগঠন ‘সুবাতাস-সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়’ এর সহায়তায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র ও শিশুদের বইখাতা বিতরণ করবে।

দলটির অন্যতম উদ্যোক্তা শাহান আহমেদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি আমরা এই ৫০ জনের দীর্ঘ বাইক রাইড ও পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়ে। শীতবস্ত্র বিতরণে  সামাজিক সংগঠন ‘সুবাতাস-সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়ে শিশুদের বই খাতাও দেয়া হবে।

বৃহস্পতিবার রাতে ঢাকার সেন্ট্রাল রোড থেকে যাত্রা শুরু করে দলটি শুক্রবার সকাল ১০ টায় বান্দরবান শহরে পৌঁছায়।

তিন বছরের পুরনো বাইক রাইডার সংগঠনে রাইডার হিসেবে আছেন কাজী শাহেদ, মো. আশরাফুজ্জামান ইমরান, ফজলে রাব্বী, আমিনুল হক রনি প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে, রাইডার, স্বাধীনতার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন