কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা হতে মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি বাংলাদেশী ৫টি মাছ ধরার ট্রলারসহ জেলে আটক করে নিয়ে গেছে। এর মধ্যে ৩টি ট্রলার টেকনাফ এলাকার এবং ২টি ট্রলার শাহ্পরীর দ্বীপ এলাকার বলে জানা যায়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ এহসান উদ্দিন উক্ত তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে নাফ নদীর মোহনা হতে আরকান আর্মি সেন্টমার্টিনের বিপরীত পাশ দিয়ে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় হঠাৎ করে মিয়ানমারের রাখাইনের আরাকান আর্মি স্পীড বোট যোগে ধাওয়া দিয়ে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারকে জেলেসহ আটক করে এবং মিয়ানমারে নিয়ে যায়। পাঁচটি ট্রলারের মধ্যে দু'টি ট্রলারের মালিকের খোঁজ পাওয়া গেলেও বাকি তিনটি ট্রলারের মালিকের খোঁজ পাওয়া যায়নি। দু'টি ট্রলার মালিক হচ্ছে, টেকনাফের মোঃ কালাম ও মোঃ শাওন। ওই ট্রলার দুটি তে ১১ জন জেলে রয়েছে। এর মধ্যে মোঃ কালামের ট্রলারে ৫ জন ও মোঃ শাওনের ট্রলারে ৬ জন।ট্রলার মালিক আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অপর তিনটি ট্রলারের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে বিষয়টি অবহিত করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।সম্প্রতি নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশী জেলেরা মাছ শিকারে গেলে আরকান আর্মি ধাওয়া দিয়ে ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যাচ্ছে। এতে করে জেলে পরিবার ও ট্রলার মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে। পরে বিজিবির সহায়তায় জেলেরা ফেরত আসলে ট্রলার ও মাছ ফেরত দেওয়া হচ্ছে না। ফলে লোকসানের পাশাপাশি জেলে পরিবারগুলো অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জেলে পরিবারসহ ট্রলার মালিকেরা।