১১ মাস পর পানছড়ি বাজার বয়কটের পরিসমাপ্তি
নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:
দীর্ঘ ১১ মাস পর প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে পানছড়ি বাজার ব্যবসায়ীরা।
আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপের ডাকা বাজার অবরোধ প্রত্যাহারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ব্যবসায়ী ও সর্বসাধারণ।
২০১৮ সালের ১৯ মে পানছড়ি বাজার বয়কটের ঘোষণা দিলে তার কার্যকারিতা শুরু হয় ২০ মে থেকে।
সোমবার ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পানছড়ি ইউনিট সমন্বয়কারী প্রানেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সব সময় সাধারণ জনগণের পাশে আছি। বাজার ব্যবসায়ীসহ সর্বসাধারণের বিভিন্ন দিক বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
ব্যবসায়ীরাও বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে যারা আন্তরিকভাবে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঘটনাপ্রবাহ: ১১ মাস, পরিসমাপ্তি, পানছড়ি
Facebook Comment