৫৭ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লক্ষ টাকাসহ মাদক কারবারী আটক

fec-image

৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা এবং নগদ সাড়ে ৪ লক্ষ টাকাসহ নুরুল আলম (৪৫) নামক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দক্ষিণ ডেইল পাড়া মনজুর আহম্মেদের দোকানের সামনে এ অভিযান চালানো হয়। আটক নুরুল আলম টেকনাফ সদর ৬নং ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়ার মৃত নজির আহমদের ছেলে। বুধবার দুপুরে র‍্যাব-১৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারী ডেইলপাড়ার জনৈক মনজুর আহম্মেদের দোকানের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছে জেনে অভিযান চালায় একটি চৌকস টিম। এ সময় কতিপয় মাদক কারবারী পালানোর সময় নুরুল আলম নামের একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাসি করে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা এবং নগদ সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করে অভিযানকারীরা।

আটক নুরুল আলম মাদক কারবারী সিন্ডিকেটের সদস্য। সে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন স্বর্ণের ব্যবসাসহ মাদকদ্রব্য কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, মাদক কারবারী, স্বর্ণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন