আজ দিল্লিতে নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া মুখোমুখি

fec-image

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার লক্ষ্য ষষ্ঠ শিরোপা জয়। যদিও এবারের বিশ্বকাপে অজিদের সেই ছন্দে দেখা যায়নি শুরু থেকে। চার ম্যাচ খেলে দু’টিতে জয় এবং দু’টিতে হেরেছে অস্ট্রেলিয়া। পঞ্চম খেলায় অস্ট্রেলিয়ার লক্ষ্য আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরানো।

অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি মুখোমুখি হয়নি। মাত্র দুইবার একে অপরের বিপক্ষে খেলেছে। তাও শুধু বিশ্বকাপে। প্রথমবার ২০০৩ বিশ্বকাপে, পরেরবার ২০০৭ সালে। দুইবারই পুচকে প্রতিপক্ষের সঙ্গে নির্দয় আচরণ করেছিল অস্ট্রেলিয়া। আসলে ওই দুই আসরে অস্ট্রেলিয়ার কাছে কোনো দলই পাত্তা পায়নি।

আজকের ম্যাচের আগে সেইসব অতীত নিয়ে ভাবতে চান না অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। নেদারল্যান্ডসকে তারা এতটাই গুরুত্ব দিচ্ছে যে, নিয়মিত কোনো খেলোয়াড়কে বিশ্রামে রাখার চিন্তাই করছে না। তবে নেদারল্যান্ডসের একটা দুঃশ্চিন্তা রয়েছে, তা হচ্ছে টপ অর্ডার। শীর্ষস্থানীয় ব্যাটাররা রান পাচ্ছে না। তবে আজ এই অচলায়তন ভাঙ্গার সুযোগ আছে তাদের সামনে। কেননা নতুন বলে অস্ট্রেলিয়ার বোলাররা এখনো সাফল্য খুঁজে বেড়াচ্ছে। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার বোলাররা এখন পর্যন্ত কোনো উইকেট নিতে পারেননি।

দিল্লির এই পিচে যথেষ্ঠ রান আছে। টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা আগে ব্যাট করেছে তারাই জয় পেয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া, দিল্লি, নেদারল্যান্ডস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন