আজ শপথ নিতে যাচ্ছেন পেকুয়ার ৭ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিরা

পেকুয়া প্রতিনিধি::
আজ শপথ নিতে যাচ্ছেন পেকুয়া উপজেলার ৭ ইউপি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, গত ৩১ মার্চ উপজেলার ৭ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সদর ইউনিয়নে উপজেলা বিএনপি’র সভাপতি বর্তমান চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, উজানটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এ টি এম শহিদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ মাওলানা এইচ এম বদিউল আলম জিহাদী, মগনামা ইউনিয়নে বিএনপি মনোনীত আলহাজ্ব শরাফত উল্লাহ ওয়াসিম, রাজাখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) ছৈয়দ নুর, টইটং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.জাহেদুল ইসলাম চৌধুরী ও শিলখালী ইউনিয়নে বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আলহাজ মোঃ নুরুল হোসাইন চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, উপজেলার ৭ ইউনিয়নে নতুন পুরাতন মিলিয়ে নির্বাচিত হন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্যগণ। নির্বাচন কমিশন পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফলাফল গেজেট ইতিমধ্যে প্রকাশ ও প্রচার সম্পন্ন করেছেন। ফলে, তাদের শপথ অনুষ্ঠান সম্পন্নে সংশ্লিষ্টদের তাগাদা দেয়া হয় বলে স্থানীয় প্রশাসন সূত্র জানায়।

এ বিষয়ে জানতে গতকাল ইউএনও মোঃ মারুফুর রশিদ খানের সাথে যোগাযোগ করলে তিনি উপজেলার ৭ইউপি’র নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করে বলেন ১৮ মে বুধবার মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান সম্পন্নের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এবং নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন