আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

fec-image

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানকে আজ হারাতে পারলে টিকে থাকবে সুপার ফোরের জন্য। হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সাকিব আল হাসান বলেন, ‘তিনটি পরিবর্তন আনা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। উইকেটের চরিত্র দেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। তবুও চেষ্টা করবো ওদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে।’

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন