আলীকদমে সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

fec-image

বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে অসহায় দুস্থ পরিবার ও বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২ লাখ ৪৩ হাজার ৫’শত ৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে.কর্নেল মো. সাব্বির হাসান (পিএসসি) জোন কমান্ডার, আলীকদম জোন।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এ সকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্থিক, আলীকদম, প্রদান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন