ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে রাজস্থলীতে মাসিক সভা অনুষ্ঠিত

fec-image

রাজস্থলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা সহকারী পুলিশ পরিদর্শক রানা বড়ুয়া, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, ডা. ফরিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আসলাম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্কুল, কলেজের প্রধান ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, যেকোন মূল্যে উপজেলায় সকল ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনকে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইভটিজিং, জঙ্গীবাদ, মাদক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন