কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের ক্যাম্পেইন

fec-image

ইভটিজিং বা নারী উত্যক্তকরণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ ও ১০৯ এ সাহায্য নেয়ার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কাপ্তাই পুলিশ।

রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান শিক্ষার্থীদের বলেন, তোমাদের কেউ ইভটিজিং বা নারী ও শিশু নির্যাতনের শিকার হলে দ্রুত ৯৯৯ অথবা ১০৯ এ কল কর। কল করার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আর তাও নাহলে প্রধান শিক্ষকের সহযোগিতা নাও। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করব। তোমরা নির্ভয়ে নিয়মিত পড়া-লেখা চালিও যাও।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব হাসান, এসআই মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুব উর রশীদ, কাপ্তাই প্রেসক্লাবের সদস্য মো. কবির হোসেন, অর্ণব মল্লিকসহ পুলিশ সদস্যরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইভটিজিং, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, নারী ও শিশু নির্যাতন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন