ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত বেড়ে ১৫০০

fec-image

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর: আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ৬৮৭ জন ও অধিকৃত পশ্চিম তীরে ১৭ জন। আর আহত হয়েছেন ৩ হাজার ৮০৯ ফিলিস্তিন। আহতের সংখ্যা সবচেয়ে বেশি গাজায়। এখানে কমপক্ষে ৩ হাজার ৮০০ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিমতীরে ৯০ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ৮০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে ২ হাজার ২৪৩ জন।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরায়েল, নিহত, ফিলিস্তিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন